নোটিশ বোর্ড

  • আবেদন প্রক্রিয়ায় কোন সমস্যার সম্মুখিন হলে পরিকল্পনা বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

  প্রয়োজনীয় নির্দেশনা

  • আবেদনকারীকে চউক এর অফিসিয়াল ওয়েব সাইট এর অনলাইন আবেদন ফরম ১০১ চিহ্নিত আইকনে গিয়ে অনলাইন ফর্ম পূরণ (প্রয়োজনীয় দলিলাদি অবশ্যই PDF ফরম্যাটে আপলোড সহ) করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইন আবেদনের ট্র্যাকিং নং এবং প্রয়োজনীয় দলিলাদির হার্ডকপি সহকারে সপ্তাহের প্রতি সোমবার অফিস চলাকালীন সময়ে চউক ভবনের ৪র্থ তলায় স্থিত পরিকল্পনা বিভাগে আবেদনকারী কিংবা আবেদনকারী কর্তৃক নিয়োজিত প্রতিনিধি কর্তৃক আবেদনপত্র জমা প্রদান করা যাবে।

  • ১০১ নং ভূমি ব্যবহার ছাড়পত্রের আবেদন ফরম ক্রয়ের রশিদ, ফরম এর মূল্য - ১০০০/- +২০/-
    আবেদন ফি জমার মূল রশিদ। ভ্যাটসহ আবেদন ফি এর চালান কপি (আবেদন ফি ৫০০০/-+ভ্যাট ৭৫০/-)
    (উক্ত ফি পূবালী ব্যাংক লিঃ, চউক শাখায় জমা প্রদান করতে হবে।)
    আবেদনকারী বা আবেদনকারীগণের প্রত্যেকের নাম এবং আবেদনকারী কর্তৃক নিয়োজিত কারিগরী ব্যক্তিবর্গের নাম অমুদ্রিত স্বাক্ষরসমেত মৌজা ম্যাপ এবং লোকেশান ম্যাপে টাইটেল বক্সসহ থাকতে হবে।
    দাখিলকৃত আবেদনের সাথে আবেদনকারী এবং তার নিয়োজিত কারিগরী ব্যক্তিবর্গের মোবাইল নাম্বার এবং ই-মেইল (যদি থাকে) প্রদান করতে হবে।
    পাহাড় কিংবা পাহাড়ি এলাকার ক্ষেত্রে Spot Level সহ Contour Map লোকেশান ম্যাপ এর সাথে থাকতে হবে।
    অসম্পূর্ণ আবেদন. অপর্যাপ্ত দলিল, অসম্পূর্ণ লোকেশন ম্যাপ বা ভুল তথ্য সম্বলিত আবেদন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

  প্রয়োজনীয় দলিলাদির তালিকা:

  • (ভূমি ব্যবহার ছাড়পত্র বিশেষ প্রকল্পের ছাড়পত্র এবং নির্মাণ অনুমোদনের নকশা ও প্রয়োজনীয় দলিলাদি অবশ্যই PDF ফরম্যাটে অনলাইন আবেদনের সাথে জমা প্রদান করতে হবে।)

  • জমাকৃত ফি এর চালান (নাম্বার ও টাকার পরিমানসহ) এরকপি
    ফরম জমার রশিদ (নাম্বার ও টাকার পরিমানসহ) এরকপি
    জাতীয় পরিচিতি পত্রের(NID) / পাসপোর্ট সার্টিফিকেট এরকপি
    টিন সার্টিফিকেট এরকপি
    মৌরশী সম্পত্তি হলে
       আর.এস এবং বি এস মূল খতিয়ান এর স্ক্যান কপি ।
       মূল ওয়ারিশ সনদ এর স্ক্যান কপি ।
    ক্রয় সূত্রে মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে
       বি এস নামজারী/মূল নামজারী খতিয়ান এর স্ক্যান কপি
       মূল দলিলের দাতা ও গ্রহীতার নাম ও তপশীল সংশ্লিষ্ঠ পৃষ্ঠাসমুহের স্ক্যান কপি।
    অনুমোদিত পরিকল্পিত এলাকায় (আবাসিক/বানিজ্যক/শিল্পইত্যাদি)
       মূল বি এস নামজারী খতিয়ানের স্ক্যান কপি।
       মূল দখল সনদ এর স্ক্যান কপি।
       মূল বরাদ্দ দলিল/লীজ দলিল এর বর্ণিত দাতা সংগ্রহীতার নাম তপসীল এবং লীজ দলিলের শর্তাবলী সম্বলিত পৃষ্ঠা সমূহের স্ক্যান কপি।
    মূল আমক্তার নামা দলিলের স্ক্যান কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
    মূল লীজ আগ্রিমান্টের সত্যায়িত স্ক্যান কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
    মৌজা ম্যাপ (A3/A4 সাইজ-এ)   নমুনা দেখুন
    লোকেশান ম্যাপ (A3/A4 সাইজ-এ)   নমুনা দেখুন


  • Any fraudulent use of this site is punishable under The Building Construction Act 1952 , Information and Communication Technology Act, 2006 or any other law prevailing in Bangladesh.

  • Registrar of Joint Stock Company (RJSC) এ নিবন্ধিত কোম্পানী / প্রতিষ্ঠান সমুহ বিডা (BIDA) ওয়ান স্টপ সার্ভিস (OSS) হতে আবেদন করতে হবে
    https://bidaquickserv.org/

Citizen Charter

  ব্যবহার বিধি